দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কুষ্টিয়া সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাহাবুব উল আলম হানিফ এমপির নির্দেশে মানবিক নানা কর্মসূচী হাতে নিয়েছে বলে জানিয়েছে তিনি। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর আবারও করোনাসামগ্রী বিতরণ কর্মসূচী জোরদার করতে আবদুল হান্নানের সাথে একযোগে কাজ করছেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা।
সোমবার দিনভর নেতা কর্মীদের সাথে নিয়ে এক হাজার উন্নতমানের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেছে তিনি। এসময় ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ ধরনের কেমিক্যালযুক্ত জীবাণুনাশক এন্টিসেপটিক সাবানও বিতরণ করা হয়। এ প্রসঙ্গে আব্দুল হান্নান বলেন, গত বছর করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকেই মানবতার মা বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছিলাম। দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর আবার কার্যক্রম জোরদার করেছি। তিনি জানান, ইতোমধ্যে নেতৃবৃন্দের হাতে এমনকি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে করোনা প্রতিরোধসামগ্রী বিতরণ করছি।
তিনি আরও বলেন, দলীয় সভানেত্রী এবং সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা মানবিক কর্মসূচী নিয়ে কুর্শাবাসীর পাশে থাকব। আওয়ামী লীগ গণমানুষের দল। করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণই শেষ নয়, আমরা প্রয়োজনে খাদ্য সহায়তা সামগ্রীও বিতরণ করবো। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে চলতে তিনি ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান। এসময় তার সাথে সুরক্ষা সামগ্রী বিতরনে অংশগ্রহণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও সাবেক সাধারন সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা নুর হোসেন মন্ডল, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জান আলম, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন ডিপু,সাবেক ছাত্র নেতা নুর আলম তিতাস, বঙ্গবন্ধু আর্দশ ঐক্যপরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা কর্মী বৃন্দ।