রূপসা প্রতিনিধিঃ ২০২০-২১ অর্থ বছরে এলজিএসপি’র আওতায় রূপসা উপজেলায় ঘাটভোগ ইউনিয়নের দু:স্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান গত ৮ এপ্রিল সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে দু:স্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রনালয় খুলনা এর উপ-পরিচালক মো: ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার নূরী তাসমিন উর্মি, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের জেলা ফ্যাসিলিটেটর শ্যামল কুমার রায়।
ইউপি চেয়ারম্যান সাধন কুমার অধিকারীর সভাপতিত্বে বক্তৃতা করেন ইউপি সচিব নবীর হোসেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, মনির হোসেন, সহদেব বৈরাগী, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, ইউসা মোল্লা, চিত্ত রঞ্জন সেন প্রমুখ।