নিজস্ব প্রতিবেদকঃ খুলনা -৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শেদী ও এনভয় গ্রুপের পরিচালক বিশিষ্ট সমাজসেবী এমপি পত্নী শারমিন সালামের একমাত্র কন্যা বিজিএমইএর পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য বিবিএফ গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন।
গত ৬ মার্চ ঢাকার হোটেল মেরেডিয়ানে এ অ্যাওয়ার্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ আলদুহাইলান, জাপানের রাষ্ট্রদূত আইডব্লিউএএমএ কিমিনোরি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং হাইকমিশনার হাইকমিশনার হাজী হ্যারিস।