আজকের তারিখ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৬ দুপুর | ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ফকিরহাটে পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার


আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতাঃ বাগেরহাটের ফকিরহাটে শরীরে ইট বাঁধা ও গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর এলাকার একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, পুকুরে এক নারীর মরদেহ পাওয়া গেছে এমন খবরে আমরা ঘটনাস্থলে আসি। ওই নারীকে আমরা চিনতে পারিনি।

মরদেহে কিছুটা পচন ও ফুলে যাওয়ার ফলে তার শরীর ও মুখমÐল কিছুটা বিকৃত হয়ে গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, শরীরে ইট বাঁধা, গলায় কালো রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুর পাড় থেকে একটি জুতাও উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  দুদিন আগেই ওই নারীকে হত্যা করে পুকুরে ফেলা হয়েছে। অজ্ঞাত ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


author

Editor

ফকিরহাটে পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like