আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ বিকাল | ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিতের দাবি জার্নালিস্ট প্রটেক্ট কমিটির




নিজস্ব প্রতিবেদকঃ বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, মামলা হয়রানি ও লাঞ্ছণার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির নের্তৃবৃন্দ। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় গঠিত সংগঠনটি মনে করে, বিভিন্ন সময়ে সারাদেশে গণমাধ্যম, গণমাধ্যমকর্মী, প্রেসক্লাব, অফিসে হামলার ঘটনা ঘটছে। তাদের ক্যামেরা, মোটরসাইকেলসহ যানবাহন ভাঙচুর করা হয়েছে। মিথ্যা ও অসত্য ঘটনায় মামলার আসামী করা হচ্ছে যা দু:খজনক এবং স্বাধীন মতপ্রকাশের পরিপন্থী। 


সংগঠনটি বিবৃতিতে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে নড়াইলে সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখমের বিষয়টি উল্লেখ করেন।  তারা এর আগে খুলনার মাছরাঙ্গা টেলিভিশন ও যমুনা টেলিভিশনের সাংবাদিকদের মোটরসাইকেলে আগুন,  ভাঙচুর, বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক সাংবাদিকদের বাড়ি ঘরের উপর হামলা, নভেম্বরে খুলনার সাংবাদিক একরামুল কবির, ইনডিপেনডেন্ট টেলিভিশন যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরীফ খানের ওপর হামলার নিন্দা জানান। এসব ঘটনায় দায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন। 

জার্নালিস্ট প্রটেক্ট কমিটি সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ধর্মবর্ণ দল-মতের বিভেদ থাকবেই। তবে এর মধ্যে সাংবাদিকদের উপর হামলা , মামলা, ব্যবহৃত মোটরসাইকেল ক্যামেরা ভাঙচুর একটি নিন্দনীয় কাজ । 


বিবৃতিদাতারা হলেন জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির , সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার  মুহাম্মাদ নুরুজ্জামান , ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, এসএ টিভির  রকিবুল ইসলাম মতি , যুগ্ম সম্পাদক মাইটিভির শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম, প্রচার সম্পাদক প্রবাহের মোঃ শামীম হোসেন, নির্বাহী সদস্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, ডেইলি স্টারের মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান , দৈনিক বাংলার দূতের মোঃ মামুন হাচান, ভোরের ডাকের এস এম মাহবুবুর রহমান প্রমুখ।

author

Editor

গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিতের দাবি জার্নালিস্ট প্রটেক্ট কমিটির

Please Login to comment in the post!
adds

you may also like