- by Editor
- Jan, 03, 2025 07:49
রূপসা প্রতিনিধিঃ জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল আজ শনিবার বাঘমারা সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সহ-সভাপতি শাহনাজ ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান।
উপজেলা মহিলা দলের সহ-সভাপতি আসমা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার আখির সঞ্চালনায় বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ দিদারুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম, ঘাটভোগ ইউনিয়ন মহিলা দলের সভাপতি রিক্তা মনি, সাবেক ইউপি সদস্য রহিমা আক্তার নয়ন, মহিলা দলের নেত্রী সুলতানা বেগম,হাসি বেগম, খায়রুন্নাহার, ছনিয়া আক্তার, নাছরিন নাহার, মনিরা বেগম প্রমুখ।