আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৪২ বিকাল | ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রূপসায় আরআরএন ও আলোর মিছলের যৌথ বৃক্ষরোপণ উদ্যোগ "জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছের কোনো বিকল্প নেই"


রূপসা (খুলনা) প্রতিনিধি: বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ বাস্তবায়নে রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন র‍্যাপিড রেসপন্স নেটওয়ার্ক (আরআরএন)। প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও এই কর্মসূচিতে অংশ নেয় পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল

গতকাল শুক্রবার (৮ আগস্ট) যৌথভাবে রোপণ করা গাছের পরিচর্যায় নেটজাল (গাছের সুরক্ষা) প্রদান করা হয়। এ সময় আরআরএন প্রতিষ্ঠাতা ইজাবুল কায়েশ আলোর মিছিল রূপসার বন্যপ্রাণী উদ্ধার কর্মী তাহমিদের হাতে উপহার সামগ্রী হস্তান্তর করেন।

তিনি বলেন, “বৃক্ষ পৃথিবীর বুকে এক একটি অক্সিজেন সিলিন্ডার। তাই পরিবেশ রক্ষার্থে গাছের কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মিনহাজ মোর্শেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি সজীব হাসান তপু, সাবেক সাধারণ সম্পাদক মাহদী হাসান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মুস্তাকিম ফেরদৌস, সাবেক দপ্তর ও প্রচার সম্পাদক শোয়েব, ওমর, মোস্তফা, নয়নসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজকরা জানিয়েছেন, এই উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতে আরও ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হবে।

author

Editor

রূপসায় আরআরএন ও আলোর মিছলের যৌথ বৃক্ষরোপণ উদ্যোগ "জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছের কোনো বিকল্প নেই"

Please Login to comment in the post!
adds

you may also like