- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় যুবক ইমরান হোসেন মানিক হত্যাকাণ্ডের ঘটনায় মামুনুর রহমান (পিতা: বদর উদ্দিন, গ্রাম: বাগমারা) নামের একজনকে আটক করেছে রূপসা থানা পুলিশ। গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে পূর্ব রূপসা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এদিকে, নিহত মানিকের ভাই মো. মাসুদ হাওলাদার বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় র্যাবের ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী মিনা কামাল ওরফে ফাটাকেষ্ট’র ভাই মাসুম বিল্লাহ, তার সহযোগী গোলাম কিবরিয়া সহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন
গোলাম কিবরিয়া (৩৯), পিতা: আক্কেল আলী, গ্রাম: বাগমারা
মাসুম বিল্লাহ (৫০), পিতা: মৃত মিনহাজ মুন্সি শেখ, গ্রাম: বাগমারা
আব্দুল বাছেদ বিকুল (২৮), পিতা: আব্দুল আউয়াল, দৌলতপুর মহেশ্বরপাশা
অমিত ওরফে টোকাই অমিত (৩৬), পিতা: মৃত কবির হোসেন, খালিশপুর বাস্তহারা কলোনি
সাগর ওরফে বিল্লাল মোল্যা (৩০), পিতা: মৃত সোরহাব মোল্লা, রামনগর
স্বর্ণালী আফরোজ স্বর্ণা (২৮), পিতা: ইনছারাফ হোসেন, গ্রাম: বাগমারা মধ্যপাড়া
মো. ইয়ামিন (৩০), পিতা: আব্দুর রাজ্জাক, বাগমারা মধ্যপাড়াসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন
বাদীর এজাহারের বয়ান অনুযায়ী নিহত ইমরান হোসেন মানিক চিংড়ি মাছের ব্যবসা করতেন এবং রূপসার বিভিন্ন মাছ কোম্পানিতে সরবরাহ করতেন। এজাহারে বলা হয়, স্থানীয় মাদক ব্যবসা বন্ধে মানিকের অবস্থান নেওয়ার কারণে তাকে হত্যা করা হয়। আসামি কিবরিয়া ও মাসুম বিল্লাহর নির্দেশে সহযোগীরা ৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে জয়পুর গ্রামে এয়ারটেল টাওয়ারের পাশে মানিককে গুলি করে হত্যা করে।
যদিও পুলিশ দাবি করছে, মানিক সন্ত্রাসী বাহিনী "বি-কোম্পানি"র ক্যাডার ছিলেন। কিছুদিন পুর্বে মর্ডান সী ফুডের সামনে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে যার একটি গুলি তার পায়ে লেগেছিল। এলাকাবাসীর ভাষ্যমতে মানিক চাঁদাবাজী ও মাদকের সাথে সম্পৃক্ত ছিল।
মাসুম বিল্লাহর অতীত
২০২৪ সালের ২৮ ডিসেম্বর র্যাব-৬ তাকে একটি বিদেশি পিস্তলসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছিল।
৯০’র দশকে রামপালের ফয়লায় রেনু পোনার বাস ডাকাতি ও পাঁচজনকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়।
প্রায় দেড় যুগ আগে আক্তার হোসেন খানকে হত্যা চেষ্টা মামলায়ও তার নাম উঠে আসে।
রাজনৈতিক দলের ছত্রছায়ায় দীর্ঘদিন নানা অপকর্ম চালিয়ে এসেছে বলেও অভিযোগ রয়েছে।
পুলিশের বক্তব্য
রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন,
“ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। একজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।”