আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০৫ বিকাল | ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক রেলমন্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা


সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক মুজিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুনীর্তি দমন কমিশন দুদুকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল বিচারক মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। মামলার অনুসন্ধানকারী তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান এই নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমান সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে।

দেশের বর্তমান বাস্তবতায় মজিবুল হক দেশ ত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক মর্মে আবেদনে উল্লেখ করা হয়। পরে আদালত বিস্তারিত শুনে জনস্বার্থে মুজিবুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন।

author

Editor

সাবেক রেলমন্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

Please Login to comment in the post!
adds

you may also like