আজকের তারিখ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৫ দুপুর | ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

তুর্কি ড্রোন হামলায় সিরিয়ার ৪ বেসামরিক নিহত


সিরিয়ার আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসন অভিযোগ করেছে, তুরস্ক মানবিজ এলাকায় চারজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে, যেখানে কৌশলগত তিশরিন বাঁধের নিয়ন্ত্রণ নিয়ে কয়েক সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে।  

কুর্দি প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, ‘তুর্কি দখলদার রাষ্ট্র আবারও তিশরিন বাঁধে বেসামরিক জনগণের একত্র হওয়ার স্থানকে লক্ষ্যবস্তু বানিয়েছে। তারা কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) পাশে দাঁড়িয়ে তুরস্ক সমর্থিত বাহিনীর আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছিল।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই হামলায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

উত্তর সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলো এসডিএফের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি ইসলামপন্থী বিদ্রোহীরাও ২৭ নভেম্বর আক্রমণ শুরু করেছিল। ওই আক্রমণের ১১ দিনের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলো এরই মধ্যে কুর্দি নিয়ন্ত্রিত মানবিজ শহর ও উত্তর আলেপ্পো প্রদেশের তাল রিফাত দখল করেছে, যদিও মানবিজ এলাকায় যুদ্ধবিরতি স্থাপনে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন প্রচেষ্টা চলছিল। এ সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে, যেখানে কয়েক শ মানুষ নিহত হয়েছে, যাদের বেশির ভাগই যোদ্ধা।

এদিকে সিরিয়ার শীর্ষ কূটনীতিক আসাদ আল-শাইবানী আংকারা সফরকালে বুধবার বলেছেন, সিরিয়া কখনো তার ভূখণ্ডকে তুরস্কের বিরুদ্ধে হুমকি সৃষ্টির মঞ্চ হিসেবে ব্যবহার করতে দেবে না। ২০১৬ সাল থেকে তুরস্ক এসডিএফের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে।

author

Editor

তুর্কি ড্রোন হামলায় সিরিয়ার ৪ বেসামরিক নিহত

Please Login to comment in the post!
adds

you may also like