- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদকঃ তেরখাদা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এস কে নাসির আহমেদ মাওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড- ২০২৪ পেলেন। বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তাকে ওই অ্যাওয়ার্ড প্রদানের জন্য মনোনীত করেন।
বিএনপির নেতা এস কে নাসির আহমেদকে ১১ জানুয়ারি ঢাকাস্থ পুরানা পল্টন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত “মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা শেষে তাকে ওই লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।সূত্রে জানা গেছে,বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছর সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলী মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন।
এরই ধারাবাহিকতায় তেরখাদার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এস কে নাসির আহমেদকে সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মওলানা ভাসানী লিডারশিপ মনোনীত করেন। তার এ কৃতিত্বে বিভিন্ন মহল এস কে নাসির আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।