আজকের তারিখ: বুধবার, ১৮ জুন ২০২৫, ০২:৪২ রাত | ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নাহিদ-আখতারের নেতৃত্বে‘জাতীয় নাগরিক পার্টি গঠন


সোনালী ডেক্সঃ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। দলটির আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হলেন আখতার হোসেন।

নতুন দলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সারজিস আলম।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে, সেগুলো নিশ্চিত করেছেন।

author

Editor

নাহিদ-আখতারের নেতৃত্বে‘জাতীয় নাগরিক পার্টি গঠন

Please Login to comment in the post!
adds

you may also like