- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদকঃ খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়ালবাড়ি চর এলাকার জুয়ার আসর থেকে বিএনপি নেতা আল আমিন লস্কর সহ ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
রবিবার (৬ এপ্রিল) বিকালে ঘাটভোগ ইউনিয়নের গোয়ালবাড়ির চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন-ঘাটভোগ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন লস্কর ও তার ছেলে রবিউল লস্কর, তোরাপ লস্কর, এরশাদ লস্কর, জনি ফকির, বাহাদুর ফকির, বিস্কুট মুন্সী সহ মোট ১১ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসার ঘাটভোগ ইউনিয়নে বিএনপি নেতা আল আমিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জুয়া খেলার আসর বসানো হয়েছে। ঘাটভোগের উক্ত এলাকায় জুয়া, মাদক, দেহ ব্যবসা সহ কিশোর গাঙ্গের বিস্তার ঘটেছে। এ সকল কাজের পিছনে রয়েছে উক্ত এলাকার দলীয় নেতৃত্ব। গোপন সংবাদে বিষয়টি জানতে পেরে রূপসা থানা পুলিশ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় বিএনপি নেতা আল আমিন লস্কর সহ ১১জনকে আটক করা হয়।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে জুয়ার আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।