আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ দুপুর | ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে ২৫ লাখ টাকা ডাকাতি: ৯ জন গ্রেপ্তার, উদ্ধার ৫ লাখ টাকা


নিজস্ব প্রতিবেদক: সাভারে ২৫ লাখ টাকার ডাকাতির ঘটনায় পেশাদার ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট করা টাকার মধ্যে ৫ লাখ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি, খেলনা পিস্তল, ওয়াকিটকি ও র‍্যাবের কটি জব্দ করা হয়েছে।

১৪ অক্টোবর  মঙ্গলবার সকালে সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে সাভারের ভাঙা ব্রিজ এলাকায় সংঘবদ্ধ ডাকাতদল ২৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২৬ সেপ্টেম্বর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে নেমে ডিবি পুলিশের উপপরিদর্শক আ. মুত্তালিব ও সহকারী উপপরিদর্শক মেহেদী মাসুদের নেতৃত্বে অভিযান চালিয়ে রোববার বিকেলে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর কাকরাইল থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে লুট করা টাকার মধ্যে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয় একটি নোহা গাড়ি, খেলনা পিস্তল, ওয়াকিটকি ও র‍্যাবের কটি।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ পেশাদার ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

author

Editor

সাভারে ২৫ লাখ টাকা ডাকাতি: ৯ জন গ্রেপ্তার, উদ্ধার ৫ লাখ টাকা

Please Login to comment in the post!
adds

you may also like