- by Editor
- Jan, 02, 2025 18:05
খুলনা প্রতিনিধি: খুলনার কয়রার কাশিয়াবাদ স্টেশনের স্টাফ ও সিপিজি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সংরক্ষিত সুন্দরবনের ক/৩৬ শাকবাড়িয়া নদীসংলগ্ন শওকত ডাক্তারের বাড়ির দক্ষিণে ওয়াপদা রাস্তার পূর্ব পাশে অভিযান চালিয়ে হরিণ শিকার ও অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একজনকে গ্রেফতার করেছেন।
অভিযানকালে একটি ডিঙ্গি নৌকা থেকে আনুমানিক ৪৮ কেজি হরিণের মাংস, সাদা মাছ প্রায় ৮০ কেজি, চিংড়ি মাছ প্রায় ৩৫ কেজি এবং হরিণ শিকারের ৫০টি ফাঁদ উদ্ধার ও জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বন কর্মকর্তারা জানান, সুন্দরবনে অবৈধ শিকার ও মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।