আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:২৬ বিকাল | ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত গ্রাম পুলিশ ওয়াদুদ শেখের মৃত্যু!


নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় সড়ক দুর্ঘটনায় আহত গ্রাম পুলিশ আঃ ওয়াদুদ শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, দুর্গাপূজা বিসর্জনের দায়িত্বে থাকা অবস্থায় গত ২ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে খুলনার রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গ্রাম পুলিশ ওয়াদুদ শেখসহ পাঁচজন গুরুতর আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওয়াদুদ শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ওয়াদুদ শেখ রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা এলাকার গ্রাম পুলিশের দায়িত্বে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় জাবুসা মিলন মন্দির থেকে দুর্গা প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে আনসার সদস্য ও মন্দির কমিটির নেতৃবৃন্দসহ একটি শোভাযাত্রা রূপসা নদীর দিকে যাচ্ছিল। এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস শোভাযাত্রাকে ধাক্কা দিলে অন্তত পাঁচজন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে ছিলেন—

  • পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল (৩৭)
  • আনসার সদস্য তামিম হোসেন (২৫)
  • গ্রাম পুলিশ ওয়াদুদ শেখ (২৮)
  • মন্দিরের পূজারী সুপ্রিয়া রায় (৪৫)
  • স্থানীয় মলয় রায় (৪২)

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

author

Editor

সড়ক দুর্ঘটনায় আহত গ্রাম পুলিশ ওয়াদুদ শেখের মৃত্যু!

Please Login to comment in the post!
adds

you may also like