আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৩২ বিকাল | ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খালিশপুরে বিশেষ অভিযানে চাঞ্চল্যকর সবুজ খা হত্যা মামলার তিন আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদকঃখুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর সবুজ খা হত্যা মামলার তিনজন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, খালিশপুর থানার মামলা নং–১০, তারিখ–০৯ অক্টোবর ২০২৫; ধারা–৩০২/৩৪ দণ্ডবিধি ১৮৬০ অনুসারে দায়ের করা মামলার ঘটনায় সরাসরি জড়িত ০৫ নং আসামী কালাম (৫৫) ও ০৬ নং আসামী সাগর (২১)–কে ১৬ অক্টোবর রাত ১টায় রূপসা থানাধীন গোয়ালবাড়ীর চর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে একই রাতে রাত ২টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় তেরখাদা উপজেলার চানপুর এলাকা থেকে ০২ নং আসামী সুজন (২৪)–কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে অত্র মামলার ০৩ নং এজাহারনামীয় আসামী নাজমা (৩৭)–কে ০৯ অক্টোবর গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে ভিকটিম সবুজ খা–কে পথরোধ করে মারধর করে। এক পর্যায়ে ০৫ নং আসামী কালাম ভিকটিমের বাম হাত ধরে রাখে, নাজমা ও সাগর মিলে ভিকটিমের দুই পা চেপে ধরে। এসময় ০২ নং আসামী সুজন হাতে থাকা ধারালো চা-পাতি দিয়ে সবুজ খা–এর দুই পা, দুই হাত, পিঠ ও কোমরে এলোপাথাড়ি কোপাতে থাকে, যার ফলে ভিকটিম গুরুতরভাবে আহত হয়ে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। পরে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে।

গ্রেফতারকৃত সুজনের দেওয়া তথ্য ও তার দেখানো মতে পুলিশের উপস্থিতিতে খালিশপুর থানাধীন হাউজিং এস্টেট সেন্ট্রাল ওয়েস্ট ব্লক রোড নং ১৭১-এর পাকা ড্রেন থেকে হত্যায় ব্যবহৃত একটি ২২.৫ ইঞ্চি লম্বা কাঁদা মাখা ছোরা এবং একই রাস্তায় বিপরীত দিকের ড্রেন থেকে একটি ২২ ইঞ্চি লম্বা হাসুয়া দা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

author

Editor

খালিশপুরে বিশেষ অভিযানে চাঞ্চল্যকর সবুজ খা হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like