আজকের তারিখ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২১ দুপুর | ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুঘটনায় মারা গেলেন ডুমুরিয়ার সন্তান রাবি অধ্যাপক ড. পুরঞ্জিত মহালদার!



ডুমুরিয়া  প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক সহকারী প্রোক্টর  পুরঞ্জিত মহালদার (৪২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার বিকেলে তার মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কা খেয়ে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাতে পুরঞ্জিতের মরদেহ ডুমুরিয়ার রংপুর গ্রামের বাড়ি পৌঁছানোর কথা রয়েছে।


এলাকাবাসি ও নিহতের পারিবারিকসূত্রে জানা যায়; সোমবার বিকাল ৩টায় মোটরসাইকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. পুরঞ্জিত তার স্কুল পড়ুয়া মেয়েকে আনতে যাচ্ছিলেন। রাজশাহী মহানগরীর বার রাস্তা মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রাত ২-৩৮ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ড. পুরনজিত মারা যান। রংপুর গ্রামের আদিত্য কুমার মন্ডল বলেন; সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃত মদন কুমার মহলেদারের পুত্র অধ্যাপক ড. পুরনজিতের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি এক কন্যা, এক পুত্র ও স্ত্রী রেখে গেছেন। ড. পুরনজিতের মরদেহ গ্রামের বাড়িতে আনার পর স্থানীয় মহাশ্মাশান বিজরীঘাটায় সৎকার করা হবে।

author

Editor

সড়ক দুঘটনায় মারা গেলেন ডুমুরিয়ার সন্তান রাবি অধ্যাপক ড. পুরঞ্জিত মহালদার!

Please Login to comment in the post!
adds

you may also like