আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ দুপুর | ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তদবির বন্ধে সচিবদেরকে নির্দেশনা উপদেষ্টা নাহিদের


সোনালী ডেক্সঃ সরকারি দপ্তরে নাহিদের নাম ব্যবহার করে তদবির বন্ধের জন্য সচিবদের কাছে আধা সরকারিপত্র (ডিও লেটার) দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আধা সরকারিপত্রে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সম্প্রতি নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী তার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এতে তার সুনাম বিনষ্ট হচ্ছে।

আধা সরকারিপত্রে আরও উল্লেখ করা হয়, তথ্য উপদেষ্টার স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশ-সংবলিত আবেদন দাখিল করা হচ্ছে, যা ইতোমধ্যে উপদেষ্টার গোচরীভূত হয়েছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

কোনো প্রতিষ্ঠান ও আওতাধীন দপ্তর বা সংস্থায় এ ধরনের কোনো তদবির হলে কিংবা উপদেষ্টার স্বাক্ষর জাল করে কোনো আবেদন দাখিল করা হলে, তা তাৎক্ষণিকভাবে উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সচিব র হ ম আলাওল কবিরকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আধা সরকারিপত্রে আরও বলা হয়, জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। রাষ্ট্র সংস্কারের কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়নে উপদেষ্টা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

author

Editor

তদবির বন্ধে সচিবদেরকে নির্দেশনা উপদেষ্টা নাহিদের

Please Login to comment in the post!
adds

you may also like