আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:০৮ বিকাল | ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি


সিনিয়র সহকারী সচিব পদে ১৫ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণলায়।রবিবার (০৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-

কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪” এর বিধি-৫ অনুযায়ী সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেড: ৳ ৩৫,৫০০/- ৬৭,০১০/-) পদোন্নতি প্রদান করা হলো:

কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, পদবি ও বর্তমান কর্মস্থল

১। মো: দুলাল মিয়া (১১৪১০) সহকারী সচিব, রেলপথ মন্ত্রণালয়।

২। মো: তফিকুল ইসলাম (১১৪১১) সহকারী সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

৩।মো: সফিকুর রহমান (১১৪১৪) সহকারী সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

৪। মো: ফারুক হোসেন (১১৪১৫) সহকারী সচিব, স্থানীয় সরকার বিভাগ।

৫। মোল্লাহ মোস্তাহিদুর জামান (১১৪১৬) সহকারী পরিচালক, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়।

৬। মোসাঃ সালমা আকতার (১১৪১৭) সহকারী সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

৭। মোঃ ফারুক আলম (১১৪১৯) সহকারী সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

৮। মোঃ মাহতাব হোসেন (১১৪20 )সহকারী সচিব, পরিকল্পনা বিভাগ।

৯। মো: মানিক উদ্দিন (১১৪২১ ) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত

১০। মোঃ হাবিবুর রহমান (১১৪২২)সহকারী সচিব, পরিকল্পনা বিভাগ।

১১। হারাধন চন্দ্র সরকার (১১৪২৩ ) সহকারী সচিব, পরিকল্পনা বিভাগ।

১২। শ্যামা পদ বিশ্বাস (১১৪২৪ )বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়,কক্সবাজারে সংযুক্ত।

 ১৩। কাঞ্চন বিকাশ দত্ত (১১৪২৫)সহকারী সচিব, শিল্প মন্ত্রণালয়।

১৪। শাহানারা খানম (১১৪২৬ )সহকারী সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ.।

১৫।ফারুক আহাম্মদ খান (১১৪২৮) সহকারী সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।


author

Editor

১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি

Please Login to comment in the post!
adds

you may also like