আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০৪ বিকাল | ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিয়াবাড়ি ট্রাজেডিতে বিভিন্ন সংগঠনের শোক ও সমবেদনা


দিয়াবাড়ি ট্রাজেডিতে রূপান্তর পরিবারের শোক

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ফলে অসংখ্য হতাহতের ঘটনায় রূপান্তর পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ রূপান্তর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন এক শোকবার্তায় এই দুর্ঘটনায় নিহত কোমলমতি শিশুসহ সকলের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমমর্মিতা জ্ঞাপন করেছেন। সেই সাথে রাজধানীর বিভিন্ন হাতসপাতালে চিকিসাধীন আহতদের আশু সুস্থতা কামনা করা হয়েছে।

অনিন্দিতা সমাজকল্যাণ সংস্থার শোক প্রকাশ

অনিন্দিতা সমাজকল্যাণ সংস্থা,খুলনার নির্বাহী প্রধান অনিন্দিতা দত্ত ও ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ ভাদুড়ী এক যৌথ বিবৃতিতে ঢাকার উত্তরায় দিয়াবাড়ি মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের দূর্ঘটনায় শিশু ও নারীসহ ২০ এর অধিক মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। কর্মকর্তাবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দূর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারসহ আহতদের বিনামূল্যে চিকিৎসার দাবী জানান। কর্মকর্তাবৃন্দ নিহতদের আত্মার শান্তি কামনা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


author

Editor

দিয়াবাড়ি ট্রাজেডিতে বিভিন্ন সংগঠনের শোক ও সমবেদনা

Please Login to comment in the post!
adds