আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০১ বিকাল | ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় ২৭০জন‌‌ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


ডুমুরিয়া প্রতিনিধিঃ ডুমুরিয়া উপজেলা কৃষি  সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন চলতি অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে "গ্রীষ্মকালীন তিল ও গ্রীষ্মকালীন মুগ” আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ ভবনে আয়োজিত বিতরণী অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার(ভূমি) মোঃ আসাদুর রহমান।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন। আরো বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোঃ হামিদুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম,  উপজেলা এস এ পিপিও‌ মোঃ আলি হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, জাহাঙ্গীর হোসেন, হাসিবুল হাসান,রনজিৎ বালা, প্রকাশ রায়, মোঃ ইকবাল হোসেন, মোঃ রবিউল ইসলাম, নুর নাহার বেগম, সায়রা বেগম, ইকতেক্ষার হোসেন, শাহনাজ পারভীন, রওনোক জাহান,‌ প্রমুখ ।

আলোচনা সভা শেষে ১'শ জন কৃষককে তিল,১শত জনকে আউশ ধান ৭০ জন কৃষককে মুগ ডাল বীজ ও সার প্রদান করা হয়।

author

Editor

ডুমুরিয়ায় ২৭০জন‌‌ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Please Login to comment in the post!
adds

you may also like