আজকের তারিখ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ দুপুর | ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন




ডুমুরিয়া প্রতিনিধিঃ :খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার স্বাধীনতা স্মৃতি চত্বর মাঠে আয়োজিত এ মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজি জাহাঙ্গীর হোসেন।

এরপর তিনি মেলা প্রাঙ্গণে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিবিদ কাজি জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সুবীর কুমার বিশ্বাস,থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, কৃষিবিদ আরিফুল ইসলাম, ওয়ালিদ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, উপ-সহকারী তুষার মন্ডল,কৃষক নিউটন মন্ডল সহ অনেকে।

এ সময় মেলায় প্রশাসনের  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষক ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

author

Editor

ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Please Login to comment in the post!
adds