ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় সড়ক ও জনপথ বিভাগের জমি থেকে পাইকারী কাঁচা বাজার উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন উপজেলার আঠারোমাইল বাসষ্ট্যান্ডের এই পাইকারী কাঁচা বাজারটি উচ্ছেদ করা হয়।
ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুর রহমান উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন। এসময় তিনি বলেন, প্রতিদিন ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের দুই পার্শ্বে কাঁচা বাজার বসার কারনে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাছাড়া মাঝে মধ্যে সড়কে দূর্ঘটনাও ঘটে, এসব কারনে মহাসড়ক থেকে কাঁচা বাজারটি উচ্ছেদের ব্যাপারে মহামান্য হাইকোর্টের আদেশ রয়েছে। যার প্রেক্ষিতে বাজারটি উচ্ছেদের জন্য বারবার নোটিশ করা হয়েছে, আমি নিজে এসেও নিজ দায়িত্বে বাজারটি সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছি। কিন্তু তাদের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে সোমবারে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হলো।
অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ, খুলনার উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর মন্ডল, উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মিজানুর রহমান ও বয়ারসিং ইউনিয়ন ভুমি অফিসের ভুমি উপ-সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,উপজেলা ভূমি অফিসের নাজির কিরণ বালা, ডুমুরিয়া থানা পুলিশের সদস্যরা।উচ্ছেদ অভিযান শেষে সড়ক ও জনপথ বিভাগের সীমানা নির্ধারণ করে খুঁটি পুতে তার টানিয়ে লাল পতাকা ঝুলিয়ে দেয়া হয়।