- by Editor
- Jan, 03, 2025 07:14
রূপসা প্রতিনিধিঃ রূপসার রামনগর থেকে পাঁচ মাস আগে উদ্ধার করা ৪ দিন বয়সী শিশুর লাশের পরিচয় আজো জানতে পারেনি
রূপসা নৌ-পুলিশ। এঘটনায় রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছিল পুলিশ। যার নং-১৬/২৪,
মামলায় উল্লেখ রয়েছে গত ২১ জুলাই সকাল আনুমানিক ১১.৪০
ঘটিকার সময় খুলনা জেলার রূপসা থানাধীন রামনগর সাকিনস্থ মাঝিপাড়া জনৈক মানিক চৌধুরীর
বরফ কলের সামনে অজ্ঞাতনামা অনুমান ০৪(চার) দিনের নবজাতক পুরুষ শিশুর মৃতদেহ পাওয়া যায়।
লাশের মুখমন্ডল গোল আকৃতি, মাথার চুল কালো লম্বা অনুমান
ইঞ্চি, গায়ের রং শ্যামলা, জন্ম নvox bvwfi mv‡_ mshy³ Ae¯’vq Av‡Q| অজ্ঞাতনামা নবজাতক পুরুষ শিশুর মৃতদেহের
পরিচয় সনাক্ত করা যায় নাই। যে কারনে এবিষয়ে রূপসা থানায় অপমৃত্যু মামলা রুজু করা হইল।
মামলা নং-১৬/২৪, তারিখ-২১/০৭/২০২৪
সংগত কারনে প্রশ্ন উঠেছে এসব মামলার ভবিষ্যৎ কি ?